!!!!! হৃদরোগ !!!!! হৃদরোগ থেকে মুক্তি পাওয়া একটা দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। নিচের বিষয়গুলা মেনে চললে হৃদযন্ত্রকে অনেক ভাল রাখা সম্ভব হবে । ১. সকল প্রকার তামাক এবং সিগারেট থেকে বিরত থাকুন । ২. তেল এবং চর্বিজাতীয় খাবার খাবেন না । ৩. বেশি করে তাজা শাক-সবজি খান । ৪. বাড়তি লবণ একদম খাবেন না। তরকারিতে কম লবণ খাওয়ার চেষ্টা করুন । ৫. চিনি বা মিষ্টি জাতীয় খাবার যত সম্ভব এড়িয়ে চলুন । ৬. ঘাম ঝরানো শারীরিক পরিশ্রম করুন, হাটার সময় দ্রুত হাটুন। সব সময় লিফট ব্যবহার না করে যতদুর সম্ভব সিড়ি বেয়ে উঠার অভ্যাস করুন । ৭. উচ্চরক্তচাপ বা হাইপারটেনশন (ব্লাড প্রেসার) এবং ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখুন । ৮. শরীরের বাড়তি ওজন কমিয়ে ফেলুন এবং ওজন নিয়ন্ত্রনে রাখার চেষ্টা করুন । ৯. রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রিত রাখুন, লিপিড প্রোফাইল পরীক্ষাটি করে জেনে নিন আপনার রক্তে কোন ধরনের চর্বি বেশী আছে, সেই অনুযায়ী চিকিৎসা নিন এবং খাদ্য তালিকা তৈরী করুন । ১০. যাদের বাবা/মা বা বড় ভাই বোন দের (পারিবারিক) হৃদরোগ আছে তারা অতিরিক্ত সাবধানতা অবলম্বন করুন এবং নিয়মিত রক্তচাপ, রক্তের চর্বি, ডায়াবেটিস পরীক্ষা করে নিজের অবস্থান জেনে নিন । ১১. মানসিক চাপ থেকে মুক্ত থাকার চেষ্টা করুন, মানসিক চাপ হৃদরোগ ঘটায়। সৃষ্টিকর্তার উদ্দেশ্যে দৈনিক নিয়মিত প্রার্থনা করু্ন । ১২. প্রচুর হাসুন। দৈনিক অল্প কিছু সময় শিশু এবং বয়োবৃদ্ধদের সাথে কাটানোর চেষ্টা করুন, বন্ধুদের সাথে প্রানখোলা আড্ডা মানসিক প্রশান্তি আনতে পারে। সব সময় হাসি খুশী থাকবার চেষ্টা করুন । ১৩. ঠিকমত ঘুমান এবং বিনোদনের মধ্যে থাকুন ।